নিজস্ব প্রতিবেদক :
মুন্সিগঞ্জে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট -২০২৪ এর ফাইনাল খেলায় বালিকা দ্বৈত প্রতিযোগিতায় অর্ণা ও স্মৃতি চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল সোমবার মুন্সিগঞ্জ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রতিযোগিদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন।
খেলায় বালিকা দ্বৈততে রানার্সআপ অর্জন করে জেরিন ও আখি। টুর্ণামেন্টে মোট ৮ টি দল অংশ গ্রহণ করে। চ্যাম্পিয়ন অর্ণা ও স্মৃতির বাড়ি শ্রীগনর উপজেলায়। দুইজনই শ্রীনগর কলেজের শিক্ষার্থী।
জেলা প্রশাসক কার্লালয়ের উপপরিচালক মো.যুবায়ের এর সভাপতিত্বে ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মঈন কাদের রবিন, মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ প্রমুখ।