নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৪ হাজার ৫৩৫ ভোট পেয়ে কাপ পিরিচ প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন গজারিয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান জিন্নাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি মো. আমিরুল ইসলাম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৫৬৯ ভোট। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) মো. সাইফুল ইসলাম (টিউবওয়েল) ভাইস চেয়ারম্যান (মহিলা) মোসা: মিনা আক্তার (ফুটবল) নির্বাচিত হন।