শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

চেয়ারম্যান মনিরুল হক মিঠুর দায়িত্ব পালনে বাধা নেই

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুন ৬, ২০২৪ ১১:৫০ পূর্বাহ্ণ

Loading

নিজস্ব প্রতিবেদক :
মুন্সিগঞ্জের গজারিয়ার হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠুর সাময়িক অব্যহতি প্রাপ্তির আদেশের উপর উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে, ইউপি চেয়ারম্যান পদে দায়িত্ব পালনে আর কোন বাধা রইলো না তার।
মঙ্গলবার (০৪ জুন ২০২৪) হোসেন্দী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দায়িত্বভার ফের বুঝে নিয়েছেন মনিরুল হক মিঠু ।
ফের দায়িত্ব বুঝে নেয়ার পর তিনি জানান, সাময়িক অব্যহতির আদেশক চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট পিটিশন দায়েরের পর, বিচারপতি নাইমা হায়দার ও কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ শুনানি শেষে স্থানীয় সরকার বিভাগের সাময়িক বরখাস্তের আদেশের উপর স্থগিতাদেশ ও রুল জারি করেন আদালত ।
আদালতের স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের ইউপি শাখা-১ এ আবেদন করেন মনিরুল হক মিঠু।
তার আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট শাখার সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সিগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশনা দিয়ে পত্র জারি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার
বলেছেন, চেয়ারম্যান পদে দায়িত্ব পালনে তার আর কোন বাঁধা নেই।

সর্বশেষ - মুন্সিগঞ্জ

আপনার জন্য নির্বাচিত